আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দুমকিতে মেসির জন্মদিনে কেক কেটে আনন্দ মিছিল

দুমকিতে মেসির জন্মদিনে কেক কেটে আনন্দ মিছিল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২১ , ১১:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর দুমকিতে কোপা আমেরিকার আবহে মহাতারকা লিওনেল মেসির ৩৪তম জন্মদিন পালিত হয়েছে। এই বিশেষ বছরকে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনা অধিনায়কের কাছ থেকে কাপ আশা করেছেন ফুটবলপ্রেমীরা। বৃহস্পতিবার বিকালে উপজেলার থানা ব্রিজ থেকে বিশাল একটি আনন্দ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। আনন্দ মিছিলে অংশ নেয় উপজেলার ৫ শতাধিক মেসিভক্ত। পরে সবার উপস্থিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এছাড়াও তাদের মেন্যুতেও ছিল নানাবিধ খাবার। এ সময় রাজিবুল, সার্জন, হৃদয়, অনিকসহ একাধিক মেসিভক্ত জানান, ছোটবেলা থেকেই আমরা মেসিকে পাগলের মতো ভালোবাসি। তাই আমরা সামান্য পরিসরে তার জন্মদিন পালন করে একটু ভালোবাসার প্রমাণ দিলাম। আমরা যতদিন বেঁচে আছি আমাদের বসকে হৃদয়ের মাঝে রাখব।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৪ জুন তারিখে রোজারিও শহরে জন্মগ্রহণ করেন মেসি। সেই হিসেবে ছোটখাটো গড়নের বড় জাদুকরের আজ ৩৪তম জন্মদিন।