আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// দুর্ভোগ এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছে মানুষ

দুর্ভোগ এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছে মানুষ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২২ , ২:১৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : রাজধানীর কমলাপুর রেল স্টেশনে চলছে আগাম টিকিট বিক্রি। আজ সোমবার (২৫ এপ্রিল) দেওয়া হচ্ছে আগামী ২৯ এপ্রিলের টিকিট। কিন্তু টিকিট কাটতে গিয়ে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। টিকিট কাটার জন্য রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট পাচ্ছেন না বলে তারা অভিযোগ করেছেন। অপর দিকে দুর্ভোগ এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছে মানুষ।

আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। গত দুই বছর করোনা মহামারির কারণে অনেকে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারেননি। এবার করোনার প্রভাব না থাকায় সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ পাচ্ছেন। এ জন্য রাজধানীর কমলাপুর ও গাবতলীতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ রাজধানীর কমলাপুর, কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার রাকিন হোসেন বলেন, এবারের ঈদের বাড়ি ফেরা মানুষের চাপ বেশি। ২০ তারিখের পর থেকে মানুষের চাপ বেশি। আগাম টিকিট বিক্রি হয়ে গেছে, তবুও যাত্রীদের চাহিদা শেষ হচ্ছে না।

এদিকে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, রেলের ঈদের আগাম টিকিট বিক্রি প্রথম দিন শনিবার যে পরিমাণ মানুষের ভিড় ছিল, গতকাল রবিবার কমলাপুর স্টেশনে ছিল তার চেয়েও দ্বিগুণ ভিড়। একযোগে ১৮টি কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। দুটি কাউন্টারে নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। ঢাবির শহীদুল্লাহ হলের ছাত্র নয়ন বলেন, রাত ৩টার পর আরেক বন্ধুসহ টিকিটের জন্য এসেছেন। টিকিটের লাইন দিয়ে স্টেশনের পাশেই সেহরি খেয়েছেন। সকাল সাড়ে ১০টায় টিকিট পেয়েছেন। রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ সোমবার দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট। ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল এবং ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে।

‘এনআইডি নম্বর ইনপুটের কারণে টিকিট দিতে দেরি হচ্ছে’

প্রথমবারের মতো এনআইডি বা জাতীয় পরিচয় পত্র নম্বর ইনপুট করে কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে, তাই বিভিন্ন গন্তব্যের যাত্রীদের টিকিট পেতে একটু বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।