আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন দৃক গ্যালারিতে চলছে দ্য মল বিডির মেলা

দৃক গ্যালারিতে চলছে দ্য মল বিডির মেলা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১:৪২ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


Drikkk1অনলাইন লাইফস্টাইল ডেস্ক:  আসন্ন ঈদকে ঘিরে বর্ণিল আয়োজনের পসরা সাজাচ্ছে বিভিন্ন ফ্যাশন সচেতন প্রতিষ্ঠানগুলো। ক্রেতা আকর্ষণের জন্য পোশাক, সাজসজ্জা, জুয়েলারি- এইসব বিষয়গুলোর দিকেই মনযোগ দিচ্ছেন তারা।

সেই সুযোগ করে দিতেই দেশের জনপ্রিয় ই কমারস সাইট www.TheMallBd.com ঈদ উপলক্ষে প্রথমবারের মত একটি মেলার আয়জন করেছে। ধানমনডির দৃক গ্যালারিতে গেল ৭ জুন থেকে শুরু হয়েছে মেলাটি। এটি চলবে ১০ জুন পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত সবার জন্য থাকছে উন্মুক্ত।

মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস আইটেম নিয়ে স্টল সাজিয়ে বসেছে বেশ কিছু প্রতিষ্ঠান। সুলভ মুল্যেই মিলছে এইসব কসমেটিকস সামগ্রী। এছাড়াও আছে জনপ্রিয় কিছু বুটিক হাউজ, জুয়েলারি, জুতা, ব্যাগসহ আরো বেশ কিছু পণ্যের স্বনামধণ্য ব্র্যান্ডের স্টল।Drikkk

তাছাড়া মেলায় আগত অতিথি প্রতিদিন একজন রুপ বিশেষজ্ঞের কাছ থেকে পাবেন বিউটি টিপস এবং মেক ওভারের বিশেষ সুযোগ।

প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে ই কমারস সাইট www.TheMallBD.com তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এবং ক্রেতাদের বিপুল সাড়া পেয়েছে। তাই এই প্রথমবারের মত তাদের ক্রেতাদের সাথে দেখা করার জন্য এই মেলার আয়জন করেছে।

মেলার শেষদিনে র‌্যাফেল ড্র ছাড়াও থাকছে নানা রকম মনোরঞ্জনের আয়োজন।