আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : খুসিক মেয়র

দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : খুসিক মেয়র


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


খুলনা অফিস : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।  লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহবানও জানান তিনি। গতকাল রাতে নগরীর খালিশপুর পিপলস্ ফুটবল মাঠে স্যাডোনাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে এই আহবান জানান তিনি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ক্রিকেন্ট টুর্ণামেন্টের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হাসান হিলটু, খালিশপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম গিয়াস উদ্দীন আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম ও মোঃ নাইমুল ইসলাম খালেদ । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, এইচ এম ডালিম হাওলাদার, আওয়ামীলীগ নেতা কাজী সাফায়েত হোসেন প্যারট, এস এম মোর্শেদ আহম্মেদ মনি, মোঃ জাকির হোসেন, জিয়াউল আলম খোকন, সরদার আলী আহম্মেদ, জিয়াউর রহমান জিয়া, যুবলীগ নেতা মহিদুল ইসলাম মিলন, আতিকুর রহমান সোহাগ, ও তানভীর হাসান নয়ন। স্যাডোনাইট ক্রিকেট টুর্নামেনেট ৬টি দল অংশ নিচ্ছে।