‘দেশের আর্থিক, রাজনৈতিক সব দিক ধ্বংস হয়ে গেছে’
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২২ , ২:২৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
দিনের শেষে প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ দেশের আর্থিক, রাজনৈতিক সব দিক ধ্বংস হয়ে গেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা মানুষের কথা ভাবে না। তাদের একটাই কাজ, বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলি করা। তারা উস্কানি দিয়ে বিএনপিকে সহিংসতার দিকে নিতে চাচ্ছে। সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত সাইফুর রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, সাইফুর রহমানের মতো মানুষরা ক্ষণজন্মা। তিনি দলের মন্ত্রী ছিলেন না, দেশের মানুষের মন্ত্রী ছিলেন। সবসময় দলের চেয়ে দেশের কথা, মানুষের কথা বেশি চিন্তা করতেন। আজ তার ১৩ তম মৃত্যুবাষিকীতে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন, কর্মসূচি চলবে। সরকারকে অবশ্যই সরে যেতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ বিলুপ্ত করতে হবে। একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
গতকাল রোববার ফরিদপুরসহ কয়েকটি স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার আরও বেশি দানবীয় রূপ ধারণ করেছে। ফরিদপুরে হামলায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ নেতাকর্মীদের আহত করার তীব্র নিন্দা জানান তিনি।
বিএনপি মহাসচিব ছাড়াও স্মরণসভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম প্রমুখ।