আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২২ , ১১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদে যোগদানের পর আজ মধ্যরাতে ঢাকা পৌঁছান। ঢাকা ফেরার পথে তিনি লন্ডনে যাত্রাবিরতি করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীপরিষদ সদস্যগণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর থেকে রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং যুক্তরাজ্যের লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি লন্ডন সফর করেন। পরে লন্ডন থেকে নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী।