আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য দোকান-শপিংমল খোলা রাত ৮টা পর্যন্ত

দোকান-শপিংমল খোলা রাত ৮টা পর্যন্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২১ , ২:৩০ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  চলমান বিধি-নিষেধ বা লকডাউনের মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধিকালীন সারাদেশের দোকানপাট-শপিংমল, মার্কেট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ ‘করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯)- বিস্তার রোধে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধের সময়সীমা বর্ধিতকরণ’ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়।

এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার। এছাড়া আগের ধারাবাহিকতায় সব ধরনের গণপরিবহন বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দোকানপাট-শপিংমাপসমূহ সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। স্বাস্থ্য বিধি প্রতিপালনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসহ সংশ্লিষ্ট বাজার সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।