আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দোহারে অভিযানে সরকারি জমি দখলমুক্ত

দোহারে অভিযানে সরকারি জমি দখলমুক্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২১ , ২:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কাঠপট্টি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ১৬.৫ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার জয়পাড়া হাট-বাজারের ১৬.৫০ শতাংশ জমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নামে অধিগ্রহণ করা ছিল। পরে জালিয়াতির মাধ্যমে জমিটি ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে একটি কুচক্রি মহল। জমিটির বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, কৃষি অধিদপ্তরের যুগ্ম-পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদের সই করা আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের নির্দেশে উপজেলা ভূমি অফিস একটি মিসকেস মঞ্জুর করে। এর ধারাবাহিকতায় বুধবার সকালে অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করে কৃষি অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে জমিটির দখলে থাকা জয়পড়া বাজারের কুদ্দুস হার্ডওয়ার ও আবুল ব্রিকের স্বত্বাধিকারীরা জানান, তারা ১০ বছর আগে প্রতি শতাংশ ২০ লাখ টাকা দরে জমিটি কিনেছিলেন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ জানান, দখলকারীদের এক সপ্তাহ আগে মালামাল ও স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা স্থাপনা ও মালামাল না সরায়নি। পরে অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করে কৃষি অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়।