আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন জনি

দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন জনি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২০ , ৭:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জাতীয় দলের ম্যাচে বা ক্যাম্পে খেলোয়াড়েরা চোট পেলে তাদের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকে ফিফা। সে হিসেবে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশি অর্থে প্রায় ৪ লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন জাতীয় দলের ফুটবলার মাসুক মিয়া জনি। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফা থেকে প্রাপ্ত অর্থ চলে যাবে জনির ক্লাব বসুন্ধরা কিংসের ব্যাংক হিসেবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও প্রথম দফায় তাকে ৪ লাখ টাকা দিয়েছিল ফিফা। গত বছর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্পে চোট পান বসুন্ধরার মিডফিল্ডার মাশুক মিয়া জনি। ক্লাবের অর্থে হাঁটুর লিগামেন্ট অপারেশন করিয়ে এখন পর্যন্ত মাঠের বাইরে আছেন তিনি। নিয়ম অনুযায়ী মাসুকের চিকিৎসা খরচের জন্য ফিফার কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘ক্লাব প্রটেকশন স্কিম’ এর আওতায় দুই মেয়াদে ৮ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন জাতীয় দলের এই মিডফিল্ডার। ফিফা থেকে মাসুকই প্রথম ক্ষতিপূরণ পাননি । এর আগে ২০১৮ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আহত হয়েছিলেন আবাহনী লিমিটেডের মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। তাকেও প্রায় এক লাখ ক্ষতিপূরণ দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।