আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য দ্বিতীয় দিনেও বিক্রেতাশূন্য ওয়ালটন হাইটেক

দ্বিতীয় দিনেও বিক্রেতাশূন্য ওয়ালটন হাইটেক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২০ , ২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : পুঁজিবাজারে সদ্য লেনদেন শুরু করা কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেনদেনের দ্বিতীয় দিনেও বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। কোম্পানিটি আজ বৃহস্পতিবার লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
গতকাল বুধবারও কোম্পানিটি লেনদেনের প্রথম দিনে হল্টেড হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেলা ১টা ১১ মিনিট পর্যন্ত ওয়ালটন হাইটেকের স্ক্রিনে ৩০ লাখ ৫ হাজার ২৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬৭ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটির ১২৪ বারে মাত্র ২ হাজার ২৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ লাখ ৮৪ হাজার টাকা।
প্রসঙ্গত, গতকাল দুই স্টক এক্সচেঞ্জে ওয়ালটন হাইটেক এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করে। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ২৪৩টি। কোম্পানিটির অনুমোদিত মূলধন রয়েছে ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন রয়েছে ৩০২ কোটি ৯২ লাখ টাকা।