আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// নগরীর বিভিন্ন সড়কে মানুষের হাট!

নগরীর বিভিন্ন সড়কে মানুষের হাট!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২০ , ১:৩০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসের প্রভাবে রাজধানী ঢাকায় প্রবেশ ও ত্যাগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাসা থেকে বের হলেই আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু এরপরও নগরীর বিভিন্ন এলাকার অলিগলিতে যেন মানুষের হাট বসেছে। বিভিন্ন স্থান বাঁশ বা কাঠ দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হলেও ভেতরে মানুষের ভিড় দেখা যাচ্ছে। কোথাও পুরোপুরিভাবে মানা হচ্ছে না লকডাউন। শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকালে শনির আখড়ায় দেখা গেছে, এলাকার প্রতিটি সড়কেই যেন বিভিন্ন পণ্যের হাট বসেছে। মানুষের ভিড়ে সরু সড়কগুলোতে হাঁটাও যাচ্ছে না। কেউ কাঁচাবাজার করতে বের হয়েছেন, আবার কেউ কেউ বের হয়েছেন বিনা প্রয়োজনে। তবে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখলেই মুহূর্তে পালিয়ে যাচ্ছেন সবাই। আরাফাত হোসেন নামে এক বৃদ্ধ বলেন, বাসায় কাঁচাবাজার নেই। তাই বাধ্য হয়েই বের হয়েছি। কিন্তু রাস্তায় যে হারে মানুষ দেখা যাচ্ছে তাতে ভয় করছে। কার মাধ্যমে কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ি। কোনও প্রকার প্রয়োজন ছাড়াই অধিকাংশ মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে। একই চিত্র দেখা গেছে নগরীর কাপ্তানবাজার এলাকায়। সেখানে সড়কের প্রবেশপথে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া। কিন্তু ভেতরে অযথা ঘোরাঘুরি করছে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদের অধিকাংশই বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন। সেখানকার বাসিন্দা আরিফ হোসেন বলেন, আসলে মানুষের মধ্যে কোনও সচেতনতা নেই। কেউ কোনও উপদেশ মানছে না। সরকারের পক্ষ থেকে বারবার ঘরে থাকার অনুরোধ করা হলেও মানুষ একে অনেকটা উৎসবের মতো মনে করছে। বাসা ছেড়ে সবাই গলিতে এসে দাঁড়িয়ে থাকে। এদিকে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সকালে নগরীর বিভিন্ন এলাকায় টিসিবির গাড়িতে পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে তাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি। একে অপরের সঙ্গে গাদাগাদি করে দাঁড়াতে দেখা গেছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম এলে পরিবেশ কিছুটা সুন্দর হতে দেখা গেছে।
সকালে খিলগাঁও রেলগেট তালতলা এলাকায় গিয়ে দেখা গেছে টিসিবির পণ্যের গাড়ির সামনে দীর্ঘ লাইন। কিন্তু কেউই সামাজিক দূরত্ব বাজায় রাখছে না। বিক্রয় প্রতিনিধি রাশেদ উদ্দিন বলেন, বহুবার বললেও কেউ কথা শুনছে না। আমরা বারবার বলছি সামাজিক দূরত্ব বাজায় রাখুন। কিন্তু কে কার আগে পণ্য নেবে সেজন্য সবাই দিশেহারা হয়ে পড়ে। আমরাও হিমশিম খাচ্ছি। একই চিত্র দেখা গেছে নগরীর ফুলবাড়িয়া এলাকায়।