আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নতুন গুঞ্জনে সারা আলী

নতুন গুঞ্জনে সারা আলী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২১ , ২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : সাগরের কিনারে রাতের অন্ধকারে অন্তরঙ্গ ভঙ্গিতে ছবি তুলেছেন সারা আলী খান। সঙ্গে জেহান হন্ডা। এদিকে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই নেটাগরিকরা মজেছেন অনুসন্ধানে। ইতোমধ্যেই দুইয়ে দুইয়ে চার করে ফেলার অনেক উপাদান পেয়েছেন নেটিজেনরা। যেমন- যুগল রং মিলিয়ে পোশাক বেছেছেন। জেহানের পরনে নরম গেরুয়া রঙের শার্ট। সাদার উপর একই রঙের স্ট্রাইপ দেয়া বারমুডা।

সারা উষ্ণ নরম গেরুয়া রঙের হট ড্রেসে। জল্পনা আরো বেড়েছে রি-পোস্টে ‘তোমায় ভালোবাসি’ কথাটা দেখে। এ কথা ছবির ক্যাপশনে লিখেছেন স্বয়ং সারা। শুধু তাই নয়। জেহান-সারার ছবি তোলার ভঙ্গি বলছে, তারা এর আগেও সম্ভবত এক সঙ্গে সময় কাটিয়েছেন। কে এই জেহান হন্ডা? সারার প্রথম ছবি ‘কেদারনাথ’র সহকারী পরিচালক ছিলেন জেহান। সেখান থেকেই আলাপ। সেই আলাপ হঠাৎই ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে। গুঞ্জন, ইদানীং পরস্পরকে প্রায়ই নাকি মুম্বাইয়ের নানা জায়গায় এক সঙ্গে দেখা যাচ্ছে।