আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল নতুন চুল গজাবে ঘরোয়া প্যাকে

নতুন চুল গজাবে ঘরোয়া প্যাকে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২০ , ৩:৩২ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে প্রতিবেদক : চুল কমে যাচ্ছে ক্রমাগত পড়তে পড়তে? পেঁয়াজ, ক্যাস্টর অয়েলের পাশাপাশি বেশ কিছু প্রাকৃতিক উপাদান আপনাকে সাহায্য করতে পারে। জেনে নিন চুল পড়া কমানোর পাশাপাশি নতুন চুল গজাতে কোন কোন প্যাক ব্যবহার করবেন।

কয়েকটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। পরিমাণ মতো ক্যাস্টর অয়েল মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে অপেক্ষা করুন। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করুন।

মেহেদি ও বিটরুট
মেহেদির পেস্টের সঙ্গে কয়েক টুকরা সেদ্ধ বিটরুট মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এটি কেবল চুল পড়া বন্ধ করতেই কার্যকর না, চুলের দ্রুত বৃদ্ধিতেও সহায়ক এই মিশ্রণ।
আমলকী ও গ্রিন টি
কয়েকটি আমলকী পেস্ট করে কুসুম গরম গ্রিন টি লিকারের সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।
পেঁয়াজ ও আদা
কয়েকটি পেঁয়াজ ও এক টুকরা আদা পেস্ট করে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।