আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নতুন দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে রিয়াদ

নতুন দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে রিয়াদ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২৩ , ১২:২৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ম্যাচটি বাধাগ্রস্ত হতে পারে বৃষ্টিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ শতাংশ। এরপরও প্রস্তুত লিটন বাহিনী। নিয়মিত অধিনায়ক সাকিব হাসান বিশ্রামে থাকায় ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে নেতৃত্ব দেবেন লিটন দাস। এই সিরিজে ইনজুরি কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। তার সঙ্গে ফেরানো হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকারকে।
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ সুযোগ পেলেই ফেরার ম্যাচে দুইটি মাইলফলক ছোঁয়ার কাছাকাছি চলে যাবেন তিনি। আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর দুইটায় মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ৫০ রান করলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করবেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের পর চতুর্থ ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
এছাড়াও আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৯টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। এই ৩৮৯ ম্যাচে মাহমুদউল্লাহর মোট রান ৯ হাজার ৯৮৬। আর মাত্র ১৪ রান করলেই চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে নাম লেখাবেন মাহমুদউল্লাহ। এর আগে, আগে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এই মাইলফলক অতিক্রম করেছিল। যেখানে ১৫,১৪৮ রান নিয়ে সবার উপরে আছেন তামিম।