আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব নভেম্বরে বিধিনিষেধ শিথিল: জাপানে অর্ধেকের বেশি মানুষকে সম্পূর্ণ টিকা দেয়া শেষ

নভেম্বরে বিধিনিষেধ শিথিল: জাপানে অর্ধেকের বেশি মানুষকে সম্পূর্ণ টিকা দেয়া শেষ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২১ , ২:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : জাপান সরকার বলছে, দেশটির মোট জনসংখ্যার ৫০% এরও বেশি মানুষকে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে। জাপানে টিকাদান কর্মসূচী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল। এক্ষেত্রে দেশটি অনেক ধনী দেশের পিছনে ছিল। এর কারণ হলো দীর্ঘ ক্লিনিক্যাল পরীক্ষা এবং অনুমোদন প্রক্রিয়া। বয়স্ক রোগীদের জন্য টিকাদান এপ্রিল মাসে শুরু হলেও আমদানিকৃত টিকার সরবরাহের ঘাটতির কারণে সেটি ধীর হয়ে গিয়েছিল। কিন্তু মে মাসের শেষের দিকে এর গতি বাড়ে এবং এরপর থেকে প্রতিদিন ১০ লাখ ডোজ টিকা দেয়া হচ্ছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়- জাপানের অর্থমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা কোভিড-১৯ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। তিনি এনএইচকে পাবলিক টেলিভিশনের সাপ্তাহিক টকশোতে রোববার বলেন, সেপ্টেম্বরের শেষ নাগাদ জাপানের জনসংখ্যার প্রায় ৬০% কে পুরোপুরি টিকা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সরকার নভেম্বরের কাছাকাছি সময়ে বিধিনিষেধ শিথিল করার জন্য একটি রোডম্যাপ নিয়ে ভাবছে। আশা করা হচ্ছে, ওই সময়ের মধ্যে জনসংখ্যার একটি বড় অংশকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়ে যাবে। ফলে তখন সম্পূর্ণরূপে টিকা দেওয়া এবং টেস্টে নেগেটিভ আসা ব্যক্তিরা ভ্রমণ বা পার্টির জন্য জড়ো হওয়া কিংবা জনসমাবেশে অংশগ্রহণের সুযোগ পাবেন।
জাপানে টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি বয়স্কদের মধ্যে গুরুতর সংক্রমণ এবং মৃত্যু কমাতে সাহায্য করেছে। কিন্তু ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের সংক্রমণ আগস্ট মাসে তরুণ প্রজন্মের মধ্যে বিস্ফোরকভাবে ছড়িয়ে পড়ে যাদের অনেকেই এখনো টিকা নেয়নি। এতে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মারাত্মক চাপ পড়েছিল। জাপান লকডাউন ছাড়াই অসুস্থতা এবং মৃত্যু রোধে অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক ভালো করেছে। দেশটিতে ১৬ লাখ ৫০ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন এবং ১৬,৭০০ জন মারা গেছেন।