আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নরসিংদীতে বাস-জিপ সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে বাস-জিপ সংঘর্ষে নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৩:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Saidabadনরসিংদী: নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় যাত্রীবাহী বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ জুন) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মামুন খান (৪০) ও শাহীন মিয়া (৪৫)। আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মনবাউরা এলাকার ফরিদ মিয়ার ছেলে উজ্জ্বল (২২), নোয়াখালী সেন বাগের রুস্তম আলীর ছেলে ফরিদ (৩০) ও ফারুক (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মামুন খানের মৃত্যু হয়।

এ সময় টহলরত অবস্থায় থাকা নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় অপর যাত্রী শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা।