নলডাঙ্গায় বিষমুক্ত সবজি চাষে ১০০ কৃষকের অঙ্গিকার
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৪:০৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
নাটোর: নিরাপদ খাদ্য অভ্যাস নিশ্চিত করতে বিষমুক্ত সবজি উৎপাদনের অঙ্গিকার করেছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষ্মীকোল গ্রামের ১শ’ জন কৃষক।
বুধবার (১৫ জুন) সকাল ১১টার সময় ঠাকুরলক্ষ্মীকোল পশ্চিমপাড়া গ্রামের কমিউনিটি ক্লিনিক চত্বরে উপজেলা কৃষি অফিস আয়োজিত এক মাঠ দিবসে এ অঙ্গিকার করেন তারা।
মাঠ দিবসে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জরিপ-১এর ২০১৬-১৭ মৌসুমে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ধৈঞ্চার চাষ, কুমড়া জাতীয় সবজির মাছি, পোকা দমনে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির উপর আলোচনা করা হয়।
স্থানীয় কৃষক আব্বাস আলীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিলিমা জাহান, পিপি আই প্রফুল্ল কুমার সরকার, কৃষক মহসিন আলী, সোলায়মান আলী প্রমুখ।
এসময় ওই এলাকার ১০০ জন কৃষক নিরাপদ খাদ্য অভ্যাস নিশ্চিত করতে আর কোন কীটনাশক ব্যবহার না করে বিষমুক্ত সবজি উৎপাদনের অঙ্গিকার করেন।