আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নাচোলে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত

নাচোলে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


downloচাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের হামিদপুর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় জুঁই (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।

বুধবার (৮ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি নাচোল পৌর এলাকার গুঠুইল গ্রামের বাবুল আখতার মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে হামিদপুর এলাকায় রাস্তা পার হচ্ছিল জুঁই। এসময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করলেও চালক আগেই পালিয়ে গেছে।