আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// নাটকীয়তার পর পাকিস্তানে নতুন মন্ত্রীসভা

নাটকীয়তার পর পাকিস্তানে নতুন মন্ত্রীসভা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২২ , ৩:১১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  এক সপ্তাহের বিলম্বের পর পাকিস্তানের শাহবাজ শরিফ সরকার নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়টি নিশ্চিত করেছে। বিশেষ করে, দেশটির রাজনৈতিক দল জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর একটি অংশ মন্ত্রিসভায় থাকবে কিনা, তা নিয়ে ছিল দ্বন্দ্ব। এ সংকট কাটানো সম্ভব হয়েছে। সোমবার পাকিস্তান থেকে প্রকাশিত দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে।

এর আগে রোববার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বেলুচিস্তান আওয়ামি পার্টি (বিএপি) এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি, যিনি ক্ষমতাসীন জোটের ‘জামিনদার’ও, মন্ত্রিত্ব বণ্টনের বিষয়ে জোট দলগুলোর সাথে তার প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন।

নতুন মন্ত্রিসভার তথ্যমন্ত্রী হতে পারেন মরিয়ম আওরঙ্গজেব। তিনি দ্য ডন অনলাইনকে বলেন, ‘ফেডারেল মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নিচ্ছেন।’ তিনি জানান, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ১৪টি মন্ত্রণালয় পাবে এবং পিপিপি ১১টি মন্ত্রণালয় পেতে।

মরিয়ম আওরঙ্গজেব জানান, জেইউআই-এফ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্টসহ (এমকিউএম) সব জোটভুক্ত দলগুলোকে মন্ত্রিসভায় স্থান দেয়া হচ্ছে।

মরিয়ম বলেন, রোববার মন্ত্রিসভা গঠনের বিষয়ে জোটের একটি যৌথ কমিটির একটি ম্যারাথন বৈঠক হয়েছিল যেখানে পোর্টফোলিও এবং মূল পদ বণ্টন নিয়ে দলগুলোর অভিযোগের সমাধান করা হয়েছে। মুখপাত্রের মতে, পিএমএল-এন প্রতিরক্ষা, অর্থ, অভ্যন্তরীণ, আইন ও বিচার, রেলপথ, তথ্য, জ্বালানি, পরিকল্পনা, যোগাযোগ ইত্যাদি মন্ত্রনালয় পাবে।

এর আগে পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহ একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেছিলেন যে, সরকারের সব মিত্র দলের একটি যৌথ কমিটি নতুন মন্ত্রিসভা গঠন চূড়ান্ত করেছে যাতে প্রায় সব দলকে স্থান দেয়া হয়েছে।

তিনি বলেন, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করা হয়েছে। তবে, শেহবাজ শরীফের মন্ত্রিসভায় বিলাওয়াল যোগ দেবেন কিনা তা এখনও অনিশ্চিত। তবে, সরকারের একটি সূত্র ডনকে জানিয়েছে যে, জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান ফেডারেল মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না। তবে তিনি সরকারের মিত্র হিসেবে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

আরও জানা গেছে যে, জেইউআই-এফ রাষ্ট্রপতি পদের দাবি করেছিলেন এবং আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) এবং স্বতন্ত্র এমএনএ মহসিন দাওয়ারকে একটি করে মন্ত্রিত্ব দেয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।