আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নামকরণ হল জুনিয়র রীতেশ দেশমুখের

নামকরণ হল জুনিয়র রীতেশ দেশমুখের


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৮:৪৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


deshmukhfamilyকাগজ অনলাইন ডেস্ক: গত ১ জুন দেশমুখ পরিবারে এসেছে নতুন সদস্য। প্রথম ছেলে সন্তান রিয়ানের পর আবারও ছেলের মুখ দেখলেন রীতেশ-জেনেলিয়া দম্পতি। এবার দ্বিতীয় ছেলের নামকরণ করলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। সদ্য আগত ছেলের নাম রাখলেন রাহিল।

ছেলের নাম প্রকাশ করে গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন রীতেশ। তিনি জানালেন, দ্বিতীয় ছেলের নাম রাহিল রীতেশ দেশমুখ।

এর আগে জেনেলিয়াকে হাসপাতাল থেকে বাড়ি নেয়ার সময় প্রথমবারের মত ছেলেকে প্রকাশ্যে আনেন রীতেশ। সঙ্গে ছিলেন ছেলে রিয়ান, জেনেলিয়া এবং রীতেশের মা বৈশালী দেশমুখ।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে জেনেলিয়ার গর্ভবতী হওয়ার খবর সামনে আসে। টুইটার প্রোফাইলে নিজের ভক্ত এবং বন্ধুদের উদ্দেশ্যে পরবর্তী সন্তান আসার সুখবর দেন রীতেশ। ২০০৩ সাল থেকে প্রায় নয় বছর প্রেমের পর গত ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রীতেশ-জেনেলিয়া। ২০১৪ সালে প্রথমবারের মত সন্তান রিয়ানের মুখ দেখেন এই দম্পতি।