আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নামাজ নিয়ে সোহাগ খানের ইসলামি গান

নামাজ নিয়ে সোহাগ খানের ইসলামি গান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২১ , ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  উদীয়মান কণ্ঠশিল্পী সোহাগ খানের কণ্ঠে রমজান উপলক্ষে প্রকাশ পেয়েছে নতুন ইসলামি গান। গানের শিরোনাম- নামাজ। এই গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। নামাজ গানটি প্রকাশিত হয়েছে ‘আইচ সং’ এর ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যে গানটির জন্য শিল্পী সাধুবাদ পাচ্ছে শ্রোতাদের পক্ষ থেকে। এ প্রসঙ্গে গায়ক সোহাগ খান বলেন, জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচের উৎসাহেই আমি এই ইসলামি গান করেছি। আমি নামাজ নিয়ে গানটি লিখেছি অনেক আগেই।

আমার কণ্ঠে এই গান শুনেই অনুরূপ আইচ একদিন বললেন, সুন্দর এই ইসলামি গান রমজানে প্রকাশ করবো। তার ইচ্ছাতেই আমার নামাজ গান প্রকাশ পেয়েছে। নামাজ গানে ভালো সাড়া পাচ্ছি।