আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ : ৩ স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ : ৩ স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২০ , ৬:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের একজন ওয়ার্ডবয় ও দু’জন নার্স করোনা পজেটিভ হওয়ায় জরুরি বিভাগ বন্ধ করা হয়েছে। সোমবার (৬  এপ্রিল) রাতে আইইডিসিআর’এ তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর এ পদক্ষেপ নেওয়া হয়। নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন,  তিন জন স্বাস্থ্যকর্মীকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গেছে, জরুরি বিভাগ জীবাণনুমুক্ত করার পর ফের খুলে দেওয়া হতে পারে।  এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানিয়েছেন, ২৯ মার্চ  সন্ধ্যায় বন্দরের রসুলবাগ এলাকার একজন নারী স্ট্রোক ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন।  ওই নারীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাক্তারের পরামর্শে  হাসপাতালের একজন ওয়ার্ডবয় ওই রোগীকে ইনজেকশন দেন এবং প্যাথলজি বিভাগের একজন নার্স  তার রক্তের নমুনা পরীক্ষা করেন। ৩০ মার্চ ওই নারী ঢাকা কুর্মিটোলা হাসপাতাল মারা যান। পরে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়াও আরও দু’জন আক্রান্ত রোগী রোগ গোপন করে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এসব কারণে জরুরি বিভাগের কয়েকজনকে এর আগেই হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়। তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার রাতে তিন জন স্বাস্থ্যকর্মীর  রিপোর্ট করোনা পজিটিভ আসে। এ কারণে জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে। আজ জরুরি বিভাগ জীবাণুমুক্ত করা হবে। জরুরি বিভাগ বন্ধ থাকলেও বর্হিবিভাগ ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত থাকবে। এসময়টাতে রোগীদের বিকল্প হিসেবে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।