আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নায়িকা নুসরাতের বাবার করোনা, মা-বোন ঘরবন্দি

নায়িকা নুসরাতের বাবার করোনা, মা-বোন ঘরবন্দি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৭, ২০২০ , ২:২৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহানের বাবা মহম্মদ শাহ জাহান। যেহেতু তিনি ডায়াবেটিসের রোগী, তাই কোনো রকম ঝুঁকি না নিয়েই গত রোববার রাতে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান নায়িকা। দেয়া হয় ইনসুলিনও। সে সময় জ্বরের সঙ্গে সর্দিও ছিল নুসরাতের বাবার। তাই কোনো রকম ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরাও। মঙ্গলবার মহম্মদ শাহ জাহানের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় বারের জন্য আবার পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার সেই রিপোর্টও পজিটিভ এসেছে।এর পরই ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী নায়িকার মা ও বোনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, নুসরাতের বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি আগের থেকে ভালো আছেন। নায়িকার বাবার রিপোর্টে সংক্রমণ পাওয়ার পরই তা পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। এর আগে অবশ্য সংবাদ মাধ্যমের কাছে অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত দাবি করেছিলেন, তার বাবার বিদেশ যাত্রার কোনো ইতিহাস নেই, শ্বাসকষ্টও ছিল না। কিন্তু জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভর্তির পরই গুঞ্জন রটে যায়, নুসরাতের বাবা করোনায় আক্রান্ত। পরীক্ষা করানোর পর সেই গুঞ্জনই সত্যি হয়ে গেল।