আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে আহত ১১ জন ঢামেকে ভর্তি

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে আহত ১১ জন ঢামেকে ভর্তি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২৩ , ১০:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর নিউ মার্কেটে আগুনের ঘটনায় আহত ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৭ জন ফায়ার সার্ভিস সদস্য ও বাকি চারজন সাধারণ নাগরিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিউ মার্কেট থেকে আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ১১ জনকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনÑ মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩), মো. রিফাত (২৩)।