আজকের দিন তারিখ ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি নির্বাচনের দিন সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ ঘোষণা

নির্বাচনের দিন সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ ঘোষণা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৫, ২০২৪ , ৪:৪৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : আগামী রোববার (৭ জানুয়ারি) নির্বাচনের দিন সকাল-সন্ধ্যা ‘স্বেচ্ছায় প্রতিবাদী লকডাউন’ কর্মসূচি পালনের ডাক দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। নির্বাচনকে প্রহসনমূলক ও ‘কালো দিন’ অভিহিত করে মানুষকে স্বেচ্ছায় ঘরে থেকে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে দলের প্রতিবাদী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে এ আহ্বান জানান এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান।

প্রতিবাদ কর্মসূচিতে দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ৭ তারিখে একজনের ভোটেই সব নির্ধারিত হচ্ছে। এখানে জনগণের ভোটের কোনো অধিকার নেই। ডামি প্রার্থী, ডামি রাজনৈতিক দলই শুধু নয়, এখন ডামি ভোটারেরও আয়োজন চলছে। যতক্ষণ পর্যন্ত একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণ মূলক নির্বাচন না হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে