আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নিলামে সাকিবের ঐতিহাসিক ব্যাটের দাম উঠল ২০ লাখ টাকা

নিলামে সাকিবের ঐতিহাসিক ব্যাটের দাম উঠল ২০ লাখ টাকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৬:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সাকিব আল হাসানের ঐতিহাসিক এসজি ব্যাটটি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। রাজ নামের যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ক্রিকেট ভক্তের হাতে যাচ্ছে বিশেষ এই ব্যাট। যে ব্যাট হাতে বিশ্বসেরা এই অলরাউন্ডার ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ ২০১৯ কাঁপিয়েছেন। একদিনের ক্রিকেটে রান তুলেছেন প্রায় ১৫০০। অকশন ফর অ্যাকশন ফেসবুক পেজে বুধবার (২২ এপ্রিল) বেলা তিনটা থেকে নিলামের বিডিং শুরু হলে আগ্রহীরা হুমড়ি খেয়ে দর হাঁকাতে থাকেন। সময় যতো বাড়তে থাকে ব্যাটের দরও ততো বাড়তে থাকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সাকিবের বিশেষ ব্যাটটি কেনার জন্য লেগে পড়েন। কেউ আসলে সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছিলেন না। কিন্তু শেষ অবধি সবাইকে হারিয়ে দেন রাজ নামের এক বিডার। যিনি সন্তানাদি হলে তাদের হাতেই তুলে দিতে চান মহামূল্যবান ব্যাটটি। নিলামের বিডিং চলার কথা ছিল রাত ১১টা পর্যন্ত। কিন্তু ভক্তদের প্রশ্নের উত্তর দেওয়া ও দাতব্য কার্যক্রম নিয়ে নানামুখী আলোচনায় বিডিংয়ের সময় বেড়ে যায় ১১টা ১৫ মিনিট পর্যন্ত। তার আগে রাত দশটায় লাইভ নিলামে অংশ নেন ক্রিকেট জাদুকর সাকিব। ব্যাটের সর্বনিম্ন মূল্য ৫ লাখ টাকা ধরে শুরু হয় নিলামের বিডিং। পোস্টের কমেন্ট বক্স ও অকশন ফর অ্যাকশন পেজের ইনবক্সে দর হাঁকাতে থাকেন সাকিবের ভক্ত-সমর্থকরা। আট ঘণ্টার রুদ্ধশ্বাস নিলাম শেষে সর্বোচ্চ দাম হাঁকিয়ে জেতা সৌভাগ্যবান ওই ব্যক্তি ব্যাটের মূল্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে পরিশোধ করবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ ক্রিকেট সুপারস্টার বিজয়ী প্রবাসীর হাতে ইতিহাস গড়া ব্যাটটি তুলে দিবেন। ব্যাটের মূল্য পরিশোধের পর সাকিব ও অকশন ফর অ্যাকশনের ফেসবুক পেজে নিলাম নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। নিলাম থেকে আসা পুরো টাকা খরচ হবে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা ও বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি কেনায়। ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপে নিলামে বিক্রি হওয়া এই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এই এক ব্যাটের ঝড়ে ৮৬.৫৭ গড়ে এসেছে ৬০৬ রান। যাতে ছিল দুরন্ত দুটি শতক এবং পাঁচটি অর্ধশতক। দুর্বার এই পারফরম্যান্স উপহার দিয়ে ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞের টপ স্কোরারদের তালিকায় ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের পরেই তৃতীয় স্থান অধিকার করেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা। ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে নৈপুণ্য ছড়িয়েছেন সাকিব এই একটি ব্যাট দিয়ে। এই এসজি ব্যাট দিয়ে বিশ্বকাপের আগেও যেমনি বোলারদের কচুকাটা করেছেন। তেমননি বিশ্বকাপের পরেও প্রতিপক্ষের বোলারদের মনে আতঙ্ক ছড়িয়েছেন। এই ব্যাট থেকে এসেছে প্রায় দেড় হাজার রান। করোনা যুদ্ধে লড়তে নিজের সেই প্রিয় ব্যাটটি নিলামে বিক্রি করলেন বিশ্ব ক্রিকেটের এই উজ্জ্বলতম নক্ষত্র।