আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নিয়মিত খবর দেখছেন মাহি

নিয়মিত খবর দেখছেন মাহি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২০ , ৫:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : করোনা ভাইরাস সচেনতায় অন্য সকলের মতো শোবিজ তারকারাও এখন যার যার গৃহেই অবস্থান করছেন। পাশাপাশি ভক্ত-অনুসারীদের নিরাপদে থাকার সচেতনতামূলক বার্তা দিয়ে ভিডিও প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গেল কয়েকদিন ধরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময়টাতে তিনিও অন্যান্য কাজ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভিডিওবার্তার মাধ্যমে ভক্তদের সচেতন করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিনেত্রী বাসা থেকে বের হবেন না বলেই জানালেন। মাহি বলেন, বাইরে বের হলেই এই ভাইরাস ছড়ানোর সুযোগ আছে। তাই সবারই ঘরে থাকা বুদ্ধিমানের কাজ হবে। ঘরে কীভাবে সময় কাটাচ্ছেন জানতে চাওয়া হলে মাহি বলেন, কাজের মানুষদের ছুটি দিয়েছি আগেই। বাসায় প্রতিদিন নিজের কাজ নিজেই করছি। ঘর গোছাচ্ছি, সাজাচ্ছি। দিনে ও রাতে কিছু সময় ফেসবুক বন্ধুদের সঙ্গে থাকছি। এছাড়া নিয়মিত টেলিভিশনে খবর দেখছি। যা কিনা আগে একেবারেই দেখা হতো না। তবে বাসায় থাকলেও আতঙ্কে কাটাতে হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাবে সেটা তাকে ভাবাচ্ছে। খবরে যেভাবে মানুষের বাড়ি ফেরার জন্য ভিড় দেখেছেন সেটা তার উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে বলেই জানালেন। তিনি বলেন, এমন ভিড় করোনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। আসুন সকলে নিজ নিজ ঘরে থেকেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন তাড়াতাড়িই এ মারাত্মক পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করেন।