আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নুসরাতকে নিয়ে এ কেমন মন্তব্য রুদ্রনীলের

নুসরাতকে নিয়ে এ কেমন মন্তব্য রুদ্রনীলের


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২৩ , ৩:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  টালিউড অভিনেত্রী নুসরাত জাহান তৃণমূল কংগ্রেসের রাজনীতি করেন, আর রুদ্রনীল ঘোষ বিজেপির। স্থানীয় পঞ্চায়েত নির্বাচন ঘিরে জমে উঠেছে তাদের বাকযুদ্ধ। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চায়েত নির্বাচন ঘিরে এখন থেকেই উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। এখন শুরু হয়েছে বাকযুদ্ধ। রাজ্যের শাসক দলের শীর্ষ নেতাকে কথা বলতে ছাড়েন না রুদ্রনীল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই থাকেন তার নিশানায়। এবার নুসরাতকে একহাত নিয়েছেন তিনি। বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে লড়াই করা রুদ্রনীল বলেন, ‘বাঁশ দিয়ে মারলে ঢাপা ঢাপ করে আওয়াজ হয় বলে আমি জানি। এতদিন জানতাম বাঁশ দিয়ে মারলে ধুমধাম করে আওয়াজ হয়। হয়তো নুসরাত জাহানের খুব প্রিয় শব্দ ঢাপ, কেন উনি ঢাপে চলে গেলেন আমি জানি না। যার যা পছন্দ সে সেই ধরনের ভাষাই ব্যবহার করে।’ রুদ্রনীলের এ মন্তব্য ভাইরাল হতেই নুসরাতের সামাজিক যোগাযোগমাধ্যমের দেয়ালে ভেসে উঠল মন্তব্য। সেখানে নায়িকা একটি উদ্ধৃতি তুলে ধরেছেন। তাতে লেখা— ‘চেহে রে পে আতা হ্যায় নুর, যব তুম রেহে তে হো টক্সিক লোগো সে দূর’ (চেহারায় জেল্লা আসে, যখন তুমি বিষাক্ত মানুষের থেকে দূরে থাকো)। এদিকে যশ ও ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ‘শিকার’ ছবির কাজ শেষ করেছেন নুসরাত। বাবা যাদবের একটি ছবিতে ফের স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা।