নেইমারকে সম্মান জানালো আল হিলাল সমর্থকরা
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২৩ , ৪:৪৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোটে পড়ে মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এই চোট থেকে সেরে উঠতে বেশ সময় লাগবে তার। এমন দুঃসময়ে নেইমার পাশে পেয়েছেন তার ক্লাব আল হিলাল ও এর সমর্থকদের। তারা সম্মান জানানোর পাশাপাশি নেইমারের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। গতকাল সৌদি প্রো লিগের ম্যাচে আল খালিজকে ১-০ গোলে হারিয়েছে আল হিলাল। এই ম্যাচে নেইমারকে স্বাভাবিকভাবেই মিস করেছে দল। ম্যাচের আগে সমর্থক এবং সতীর্থরা তার সম্মানে দাঁড়িয়ে যান। মাঠে নেইমারের ছবি সম্বলিত বিশাল এক ব্যানার নিয়ে মাঠে এসেছিল হিলাল সমর্থকরা। ব্যানারে লেখা ছিল ‘শক্তিশালী হয়ে ফিরে আসো’।
নেইমারের এবারের চোট বেশ গুরুতর। লিগামেন্ট ছিঁড়ে গেছে ব্রাজিলিয়ান তারকার। তাতে আগামী কোপা আমেরিকায় তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নেইমার নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি জানান তিনি।
তবে নিজের ওপর বিশ্বাস আছে এবং আবার ফিরে আসবেন জানিয়ে নেইমার আরও লিখেন, ‘তবে আমার বিশ্বাস আছে। সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছি, যাতে তিনি আমাকে নতুন জীবন দান করতে পারেন। আমাকে সমর্থন জানিয়ে এবং সুস্থতা কামনায় বার্তা পাঠানোয় সবাইকে ধন্যবাদ।’ এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে চোটে পড়েছিলে নেইমার। সে সময় তিনি ছিলেন পিএসজির খেলোয়াড়। অ্যাঙ্কেলের সেই চোট থেকে সেরে উঠে ৭ মাস পর গত সেপ্টেম্বরে মাঠে ফিরেছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু কয়েক ম্যাচ খেলতে না খেলতেই আবার লম্বা সময়ের জন্য ছিটকে যেতে হলো।