আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন ‘নেক্সট’এর নতুন মডেল কেট আপটন

‘নেক্সট’এর নতুন মডেল কেট আপটন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৮:২৭ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


landscapeকাগজ অনলাইন ডেস্ক: ডাব্লিউ.ডাব্লিউ.ডি. এর রিপোর্ট অনুযায়ী ‘নেক্সট’ এর নতুন মডেল হলেন কেট আপটন। ২৩ বছর বয়সী এই মডেল এর আগে ছিলেন আই.এম.জি. তে। পরে ২০১৪ সালে আই.এম.জি. ছেড়ে দিয়ে অভিনয়ে মনোযোগ দেন এবং যোগ দেন উইলিয়াম মরিস ইনডিভর ট্যালেন্ট এজেন্সিতে।

আপটন এখন আনুষ্ঠানিকভাবে নেক্সট এর মডেল হিসেবে নাম লেখালেও তাকে আরও দেখা যাবে ডাব্লিউ.এম.ই. এবং এল.বি.আই. এর অভিনয় প্রজেক্টে।

এর আগে আপটন ২০১১ এর স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমস্যুট ইস্যুতে এবং এর কভার গার্ল হিসেবে কাজ করেছেন ২০১২ এবং ২০১৩ তে।

এছাড়াও বাজার ম্যাগাজিনে ফেস অব ববি ব্রাউন হিসেবে আসেন এবং দ্য আদার উইম্যান এ ক্যামেরুন ডিয়াজের সাথে পোজ দিয়ে মিডিয়াতে আসেন।