আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নেত্রকোনার চার গুণীজন নিয়ে কবি আসাদ চৌধুরী

নেত্রকোনার চার গুণীজন নিয়ে কবি আসাদ চৌধুরী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৩:৫৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


Kobi-Asad201কাগজ অনলাইন বিনোদন: ঈদ এলেই বৈচিত্রময় অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে টেলিভিশনগুলো। এই ব্যস্ততায় শামিল থাকে দেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন। নাটক-টেলিছবির পাশাপাশি ব্যতিক্রমী অনুষ্ঠান থাকছে চ্যানেলটির ঈদ আয়োজনমালায়।

তারমধ্যে ‘উত্তর আকাশ’ শিরোনামের এক আড্ডানুষ্ঠানে কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় উপস্থিত হতে দেখা যাবে নেত্রকোনোর চার গুণীজনকে। তারা হলেন হেলাল হাফিজ, বারী সিদ্দিকী, কবি নির্মলেন্দু গুণ ও প্রযুক্তিবিদ মুস্তাফা জব্বার।

বিশেষ এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মত এক ফ্রেমে দেখা যাবে নেত্রকোনার চার কৃতী সন্তানকে। অতিথিরা তাদের অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভূ-প্রকৃতি ও পূর্ববর্তী গুণীদের স্মরণসহ নিজেদের শৈশব, তারুণ্য, পরস্পরের মধ্যে সম্পর্ক ও ব্যক্তিজীবনের নানা অজানা তথ্য নিয়ে আলোচনা করবেন।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন খান। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৫ম দিন বিকেল ৪টা ৩০ মিনিটে।