আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নেত্রকোনায় নকল প্রসাধনী কারখানায় অভিযান

নেত্রকোনায় নকল প্রসাধনী কারখানায় অভিযান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২০ , ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় বিসিক শিল্প নগরীতে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও র‍্যাব-১৪ এর একটি দল।

বুধবার রাতে সদরের চল্লিশা এলাকায় বিসিকের রহিমা সোয়েটার নামক ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালিত হয়। এসময় নকল হ্যান্ড স্যানিটাইজার, বিদেশি সেন্ট, বডিস্প্রে, মেহেদীসহ ৪৫ প্রকারের বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ মেশিন জব্দ করা হয়।পরে জেড এন্ড এম নামের একটি নকল প্রোডাক্ট কারখানার মালিক নুরুর রহমান জাহিদকে (৪২) আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এনএসআই’র উপ-পরিচালক মো. তৌফিকুর রহমান ও র‍্যাব ১৪ এর অধিনায়ক এসএম শোভন খান। পরে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে জব্দকৃত প্রসাধনীগুলো ধংস করে দেন।

জানা গেছে, জাহিদ দীর্ঘদিন ধরে সোয়েটার ফ্যাক্টরির ভেতরে জেড এন্ড এম নামে এসব নকল প্রসাধনী তৈরি করে দেশের বিভিন্ন জেলায় পাঠাতেন। নওগা, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জসহ দেশের মোট ১৮টি জেলায় ডিলারের মাধ্যমে এ সকল নকল পণ্য গ্রামেগঞ্জের বিভিন্ন বাজারে বিক্রি করতেন।

জাহিদ নেত্রকোনা শহরের নাগড়া এলাকার বাসিন্দা এবং শহরের পুরনো বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হামিদুর রহমান খানের ছেলে। তিনি ফগ-এর মতো বিভিন্ন দামি বডিস্প্রের মোড়কে নকল কেমিক্যাল বাজারজাত করে আসছিলেন। বাইরে থেকে রহিমা ফ্যাক্টরি দেখা গেলেও ভেতরে ছিল নকল কারখানা।