আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ২:২৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Netrokonaনেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুশফিকুর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে নিজ বাড়িতে এ দুঘর্টনা ঘটে। মুশফিক ওই গ্রামের সামছুল হকের ছেলে এবং নেত্রকোনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

চল্লিশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুব উল মজিদ জানান, দুপুরে বাড়ির নির্মাণাধীন দেয়ালে পানি দিচ্ছিলেন মুশফিক। এসময় নিজের অজান্তেই হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় ম‍ুশফিককে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।