নোংরা রাজনীতির শিকার নুসরাত
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২০ , ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনেরে শেষে ডেস্ক : এবার নোংরা রাজনীতির শিকার হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা ও বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান। লকডাউনের ফলে নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে প্রচুর গুজব ছড়াচ্ছে। কদিন আগেই নুসরাত জাহানের সংসদীয় কেন্দ্র বসিরহাটের এক ‘ক্ষুধার্ত’ বৃদ্ধের ভিডিও ভাইরাল হয়। রাজ্য বিজেপির ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে এক বৃদ্ধকে আর্তনাদ করে বলতে শোনা যায় তিনি ২ দিন ধরে অভুক্ত। মুখ্যমন্ত্রীর কাছে বৃদ্ধ করুণ আর্তি জানিয়ে বলছিলেন-‘মা আমাদের বাঁচান। আমরা আপনার সন্তান, আমাদের একটু দেখুন, আমরা দু’দিন ধরে কিছু খাইনি, আর সহ্য করতে পারছি না। এবার হয় খেতে দিন, না হলে আমাদের গুলি করে মেরে ফেলুন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি ওই একই আবেদন জানিয়েছেন বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং সিপিএম বিধায়ক রফিকুল ইসলামের কাছেও। এই ‘সাজানো’ ভিডিওটি শেয়ার করেই বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয়, ‘শুনতে পাচ্ছ কি মানুষের কান্না? তৃণমূল রেশন লুট বন্ধ করুন! ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় জোর শোরগোল শুরু হয়। সমালোচিত হন নুসরাত ও তার দল। এরপরই রাজ্য পুলিশ ময়দানে নেমে রহস্য ভেদ করেন। ওই বৃদ্ধের ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং ইচ্ছাকতৃভাবে শুট করানো বলে দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে। জানা যায়, ওই বৃদ্ধ আদতে যাত্রাশিল্পী, তাই তাকে অভিনয়ের কথা বলা হয়েছিল। এ প্রসঙ্গে ওই বৃদ্ধ যাত্রাশিল্পী পুলিশকে জানিয়েছেন, ‘আমার নাম মোবারক মন্ডল। আমার বাড়ি বেগমপুরে, আমি সরকারি রেশন পাই। আমার কোনো অভিযোগ নেই। আমি আগে যাত্রা করতাম। পাড়ার কয়েকটি ছেলে বলেছিল- কাকা, লকডাউনের মধ্যে খেতে পাচ্ছো না- এমন একটা অভিনয় করে দেখাও তো! তো আমি দেখালাম। সেটাই বোধ হয় ওরা পোস্ট করেছিল।’ রাজ্য পুলিশের টুইটারে শেয়ার করা হয়েছে ওই ভিডিও।