আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য নয় হাজারেই আটকে রইলো কৃষি’র প্রণোদনা

নয় হাজারেই আটকে রইলো কৃষি’র প্রণোদনা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


Agriculture1কাগজ অনলাইন প্রতিবেদক: নতুন বাজেটে কৃষকদের জন্য খুব বেশি খুশির বার্তা নেই। কৃষিতে উ‍ৎপাদন খরচসহ নানা প্রতিকূলতা বাড়লেও প্রণোদনা বাড়েনি।

গত বছরের ন্যায় নতুন অর্থ বছরেও প্রণোদনার জন্য একই পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরে প্রণোদনা রাখা হয়েছে নয় হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (২ জুন) নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সার ও সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ ও অন্যান্য কৃষি উপকরণের প্রণোদনা বাবদ ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে নয় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।

এদিকে গত বছরের কৃষি বাজেট পর্যালোচনা করে দেখা যায়, প্রণোদনার পরিমাণ ছিল ওই নয় হাজার কোটি টাকা। তার আগের বছরেও প্রণোদনার পরিমাণ একই ছিল।

নতুন বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বিভাজনে প্রস্তাব করা হয়, এক হাজার ৮৪১ কোটি টাকা। সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হয় এক হাজার ৮১১ কোটি টাকা।

আর গত বছর এর পরিমাণ ছিল এক হাজার ৮২৪ কোটি টাকা।

নতুন অর্থ বছর ২০১৬-১৭’তে সংশোধিত বাজেটে কৃষির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ হাজার ১৩৯ কোটি টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষির প্রণোদনা বাড়ানো উচিত। কেননা এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে থাকেন।