আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু, আরো মৃত্যুর শঙ্কা

পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু, আরো মৃত্যুর শঙ্কা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ৫:২৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এখনো ১৫ জনের বেশি নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থানীয়রা জানান, মহালয়ার অনুষ্ঠানের যাত্রী ছিলেন সবাই। তারা আওলিয়া ঘাট থেকে করতোয়া নদী পার হচ্ছিলেন। নৌকায় নারী ও শিশুর সংখ্যা বেশি থাকায় মৃত্যু বেশি হয়েছে বলে দাবি স্থানীয়দের। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাতজনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।