পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৬ নভেম্বর
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২৩ , ২:৫৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : পটুয়াখালী-১ শূন্য আসনে আগামী ২৬ নভেম্বর উপ-নির্বাচন হবে। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশনের সভায় এই উপ-নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
সভা শেষে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম। ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহার ৯ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর এবং ভোট অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। এই উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপালন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক।
নভেম্বরের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে এই উপ-নির্বাচনে কোনো সমস্যা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটি একাদশ জাতীয় সংসদের নির্বাচন। আর সেটি হবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন। দুটি আলাদা বিষয়। তাই এতে সমস্যা হবে না।
২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। সংবিধানে কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বিধান আছে।