আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পতাকা হাতে টাইগারদের বিজয় দিবস উদযাপন

পতাকা হাতে টাইগারদের বিজয় দিবস উদযাপন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২১ , ৩:০০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাঙালি জাতির গৌরবের বিজয় দিবস আজ। পুরো বাংলাদেশে আজ বিজয়ের উৎসব। তবে এই উৎসবে সরাসরি যোগ দিতে পারছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগার বাহিনী যে এখন বাংলাদেশ থেকে সহস্র মেইল দূরের নিজিল্যান্ডে। মাতৃভূমি থেকে এতোদূরে থেকেও অবশ্য বিজয়ের এ আবেগ ছুঁয়ে গেছে টাইগার বাহিনীকে। লাল সবুজের জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উদযাপন করেছে তারা।

নিজের ফেসবুক পেজে বিজয় দিবসের সুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহমান লিখেছেন, আমার মাতৃভূমির আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারণ প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।