আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পন্টিংদের বিশ্ব রেকর্ডে ভাগ বসাল অজি কন্যারা

পন্টিংদের বিশ্ব রেকর্ডে ভাগ বসাল অজি কন্যারা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২০ , ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ২০০৩ সালে টানা ২১ ম্যাচ জিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ১৭ বছরের পুরনো সেই রেকর্ডটাই ছুঁয়ে ফেলল এবার অস্ট্রেলিয়ার মেয়েরা। অজি কন্যারা মাইলফলকে পৌঁছে যায় ব্রিসবেনে নিউজিল্যান্ডকে ২৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে। স্বাগতিকরা ৫ উইকেটে হারিয়ে ৩২৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন রাচেল হেইনেস একাই হাঁকান ৯৬ রানের চমৎকার এক ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারী কিউই নারীরা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ডের মেয়েদের এটাই সবচেয়ে বড় ব্যবধানের হার। রোমাঞ্চকর ম্যাচে দুরন্ত এ জয়ের সুবাদে অস্ট্রেলিয়ার মেয়েরা সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতকে মোকাবেলা করে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার মেয়েদের সামনে।