আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পন্টিংয়ের বাড়িতে চুরি

পন্টিংয়ের বাড়িতে চুরি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২১ , ১১:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   স্ত্রী আর তিন সন্তানকে নিয়ে সমুদ্র বিলাসে ব্যস্ত সময় পার করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। কিন্তু এই আনন্দে জল ঢেলে দিয়েছে চোর। অবাক করা হলেও এটাই সত্যি। পন্টিং যখন আনন্দে মশগুল ঠিক তখনই তার ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি হয় তার। শুধু তাই নয়, পন্টিংয়ের দামি গাড়িটিও নিয়ে যায় চোরের দল।  তবে সুখবর হলো গাড়িটি উদ্ধার করতে পেরেছে মেলবোর্ন পুলিশ। পুলিশকে এড়িয়ে গাড়ি রেখে পালিয়ে যায় দুই চোর। তবে চুরির ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। চুরির ঘটনায় পন্টিং কোনো মন্তব্য করেননি। রিকি পন্টিং অস্ট্রেলিয়ার অন্যতম সফল একজন অধিনায়ক। ২০০৩ ও ২০০৭ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ জেতে অজিরা।