আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় পবিত্র রমজানে সৌদি সরকারের খেজুর উপহার

পবিত্র রমজানে সৌদি সরকারের খেজুর উপহার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৫:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


dhakaকাগজ অনলাইন ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশকে ২০০ মেট্রিক টন ( ৫ হাজার কার্টন) খেজুর উপহার পাঠিয়েছে সৌদি সরকার। এসব খেজুর রমজানের আগে দেশের দুঃস্থ ও গরীবদের বিতরণ করা হবে।

সৌদি সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাসান আলী আল আজমী বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালের কাছে এ উপহার হস্তান্তর করেন। এসময় ত্রাণ সচিব বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

এসময় সৌদি সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি আব্দুল্লাহ আল শোয়াইব, ইব্রাহিম আল হামিদ, আব্দুল মালেক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি চার্জ দ্য অ্যাফেয়ার্স আলী আজমী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বরাবরই আন্তরিক। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে সৌদি আরবের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।