আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পরপারে নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ জয়ের নায়ক

পরপারে নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ জয়ের নায়ক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১০, ২০২৩ , ৪:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক  : ৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ জয়ের নায়ক ব্রুস মারে। পাকিস্তানে কিউইদের প্রথম টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান ১৯৬৮ সালের ফেব্রুয়ারিতে প্রথম টেস্ট ক্যাপ পান। লাল বলের ক্রিকেটে খেলেছেন ১৩ ম্যাচ, পাঁচটি ফিফটিসহ ২৩.৯২ গড়ে রান ৫৯৮।

মারে তার ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর ৯০ করেছিলেন ১৯৬৯ সালে লাহোরে। লো স্কোরিং ম্যাচে প্রথম ইনিংসে ১২৭ রানের লিড নিতে বড় অবদান রেখেছিল তার ওই ইনিংস। ম্যাচটি নিউ জিল্যান্ড জেতে পাঁচ উইকেটে এবং তিন ম্যাচের সিরিজ তারা নিশ্চিত করে ১-০ তে। হোম কিংবা অ্যাওয়েতে এটাই ছিল নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ জয়। সব মিলিয়ে ১০২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মারে, বেশিরভাগিই ওয়েলিংটনের হয়ে। ছয়টি সেঞ্চুরিসহ ৩৫.৫৫ গড়ে ৬২৫৭ রান করেন।

তার পরিবারের সদস্যরাও নিউ জিল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন। তার মেয়ে জো মারে ও মেয়ে জামাই রবি কার দুজনই খেলেছেন ওয়েলিংটনের হয়ে। তার নাতনী অ্যামেলিয়া কার ও জেস কার বর্তমানে নিউ জিল্যান্ডের জাতীয় দলে খেলেন।

মারের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এনজেডসিপিএ), ‘সাবেক টেস্ট ক্রিকেটার ব্রুস মারের মৃত্যুর খবরে আমরা গভীর শোকাহত। তার পরিবার ও বন্ধুদের প্রতি, বিশেষ করে তার মেয়ে জো ও নাতনি জেস-অ্যামেলিয়ার প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি।’