পরীক্ষার্থী ও পাসের হার কমেছে মাদ্রাসা বোর্ডে
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২০ , ৮:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দুই লাখ ৭৬ হাজার ৮১৫ পরীক্ষার্থী অংশ নেয়। গতবার নিয়েছিল তিন লাখ ছয় হাজার ৭৮০ জন। এবার ২৯ হাজার ৯৬৫ পরীক্ষার্থী কম ছিল। গতবার পাস করেছিল দুই লাখ ৫৪ হাজার ৭১০ জন। এবার পাস করেছে দুই লাখ ২৮ হাজার ৪১০ জন। গতবার পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। এবার পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে এবার ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ ছাত্রী বেশি। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন।