আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পরী মনি আদালতে, আবারও ৫ দিনের রিমান্ড চাইবে সিআইডি

পরী মনি আদালতে, আবারও ৫ দিনের রিমান্ড চাইবে সিআইডি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২১ , ১২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   আলোচিত সমালোচিত চলচ্চিত্র নায়িকা পরী মনিকে আদালতে নেওয়া হয়েছে। এজন্য সিএমএম কোর্ট প্রাঙ্গণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। মাদক মামলায় পরী মনির আবারও ৫ দিনের রিমান্ড চাইবে সিআইডি। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল ৩টায় আদালতে হাজির করবে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি (প্রসিকিউশন) এ এস এম হাফিজুর রহমান ভোরের কাগজকে এ তথ্য জানান। পরী মনিকে আনায় আদালতের বাইরে ও ভেতরে বাড়তি পুলিশ মোতায়েন করে হয়েছে। পাশাপাশি কোতোয়ালি থানা পুলিশ নিরাপত্তা নিশ্চিত করছে।

এদিকে, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন স্বাক্ষরিত আদালত প্রাঙ্গনে নিরাপত্তা সংশ্লিষ্ট এক চিঠিতে বাড়তি নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা আছে, বনানী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার আসামি চিত্র নায়িকা পরী মনিকে রিমান্ড শেষে মঙ্গলবার সিএমএম কোর্টে হাজির করা হবে। তার হাজির উপলক্ষে প্রসিকিউশন বিভাগ থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ণ করা হলো।

নিরাত্তার অংশ হিসেবে সিএমএম কোর্ট প্রধান গেটে আসামী পরী মনিকে গ্রহণ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমানের নেতৃত্বে ২৮ জন পুলিশ। যারা প্রধান গেটে প্রিজনভ্যান থেকে আসামিকে গ্রহণ করবেন, হাজতে রাখবেন, হাজত থেকে ২৮ নং আদালতে হাজির করবেন, শুনানি শেষে আবার প্রিজন ভ্যানে বুঝিয়ে দিবেন। আবার সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ মহিদুর রহমানের নেতৃত্বে ২৩ জন পুলিশ সদস্য শুধু ২৮ নং আদালতের আশেপাশে নিরাপত্তার ব্যবস্থা করবেন। তবে আদালতের ভেতর হাজতখানার তদারকি করবেন পরিদর্শক সাইফুল ইসলাম শিকদারের সঙ্গে আরো একজন এসআই।

এর আগে ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরী মনি ও তার সহযোগীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‌্যাব সদরদপ্তরে। বুধবার রাতে সেখানেই থাকতে হয় পরী মনিকে। বৃহস্পতিবার র‌্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরী মনির বিরুদ্ধে মামলা করে। মামলা দায়েরের পর সেদিনই তাকে আদালতে নেওয়া হয়।