পল্লবীতে নিহত দু’জন রাবি শিক্ষক হত্যায় ও মসজিদে হামলায় জড়িত
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ২:০৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর পল্লবী এলাকায় সোমবার দিবাগত রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যক্তি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য এবং তারা রাবি শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডে ও বগুড়ার শিয়া মসজিদে হামলায় অংশ নিয়েছিল বলে দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, বন্দুকযুদ্ধে নিহত একজনের নাম তারেক হোসেন মিলু ওরফে ইসমাইল। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় পরিকল্পনার নেতৃত্বে ছিলেন তিনি। তার বাড়ি জয়পুরহাট।
অন্যদিকে বন্দুকযুদ্ধে নিহত আরেকজন সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল। তিনি বগুড়ার শিয়া মসজিদে গুলি চালিয়ে একজনকে হত্যা করেন। তার বাড়ি দিনাজপুরে।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে পল্লবী এলাকায় অস্ত্র উদ্ধার ও জঙ্গি বিরোধী অভিযান চলাকালে মারা যায় এই দুই জঙ্গি।