পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, নিহত ৯
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৩ , ৪:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে একজন বয়স্ক নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জেনিনে পরিস্থিতি ‘সঙ্কটজনক’। অনেক লোক আহত এবং অ্যাম্বুলেন্স তাদের কাছে পৌঁছাতে পারেনি। স্থানীয় একটি হাসপাতালের শিশু ওয়ার্ড ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস ছুঁড়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিন শরণার্থী শিবিরে তাজা গোলাবারুদ দিয়ে অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় ৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। ফিলিস্তিনি দল হামাস ও ইসলামিক জিহাদ জানিয়েছে, তারা জেনিনে ইসরায়েলি সেনাদের সাথে লড়াই করছে। সম্প্রতি পশ্চিম তীরে তথাকথিত সন্ত্রাসবাদবিরোধী অভিযানের নামে বারবার হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।