আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পাকিস্তানে স্টক এক্সচেঞ্জে বন্দুকধারীদের হামলা : নিহত ২

পাকিস্তানে স্টক এক্সচেঞ্জে বন্দুকধারীদের হামলা : নিহত ২


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২০ , ৮:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জে বন্দুকধারীরা হামলা করেছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম বলছে। পুলিশ বলছে, বন্দুকধারী হামলাকারীদের কয়েকজন নিহত হয়েছে এবং অভিযান অব্যাহত আছে। তবে হামলাকারীরা কতজন ছিল এবং তারা কারা সে সম্পর্কে কোন তথ্য এখনো আসেনি। পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে এর পরিচালক আবিদ আলী হাবিব বলেছেন, কার পার্ক থেকে এসে বন্দুকধারীরা হামলা চালায় এবং প্রত্যেকের ওপর গুলি চালাতে শুরু করে।

তবে জিও টিভি বলছে ভবনের ভেতরে আটকাপড়া লোকজনকে পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়েছে।