পাকিস্তান ক্রিকেট দলে করোনার হানা
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৮, ২০২১ , ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি নেওয়ার আগে প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে।
এরই মধ্যে দলের একজন খেলোয়াড় এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোট ৩৫ জনের করোনা পরীক্ষা হলেও বাকি ৩৪ জনের ফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যাদের টেস্টে নেগেটিভ এসেছে, তারা বৃহস্পতিবার লাহোরের ট্রেনিং ক্যাম্পে সমবেত হবে। শুক্রবার থেকে গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন।’ আক্রান্ত খেলোয়াড়ের বাসায় গিয়ে তার আরেকটি পরীক্ষা হবে আজ বৃহস্পতিবার। যদি নেগেটিভ ফল আসে তাহলে লাহোরে যেতে পারবেন তিনি, সেখানে গিয়ে তৃতীয় পরীক্ষার আগে আরও দুই দিন আইসোলেশনে থাকতে হবে তাকে।
অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিন ২০ ও ২২ মার্চ আন্তঃদলীয় দু’টি ৫০ ওভারের ম্যাচ খেলবে পাকিস্তান দল। ২৬ মার্চ তারা রওনা দেবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। তিন ম্যাচের ওয়নাডে সিরিজ শুরু হবে ২ এপ্রিল, ১০ এপ্রিল থেকে খেলবে চারটি টি-টোয়েন্টি।