আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পাঞ্জাবে ইমরানের ১ হাজার সমর্থক গ্রেপ্তার

পাঞ্জাবে ইমরানের ১ হাজার সমর্থক গ্রেপ্তার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২৩ , ৫:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের প্রায় এক হাজার সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডন অনলাইন।

মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে তুলে নিয়ে যায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। পরে পুলিশ জানায়, একটি ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু করে ইমরান সমর্থকরা। বিক্ষোভ নিয়ন্ত্রণে ইসলামাবাদ ও রাওয়ালাপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়। বেশ কয়েকটি প্রদেশে সেনানিবাসের ভেতরে হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা। কর্মকর্তারা গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছেন,‘পুলিশ প্রদেশজুড়ে ৯৪৫ জন আইন ভঙ্গকারী এবং দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে।’ এছাড়া সহিংসতায় ১৩৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

এদিকে, বুধবার দ্বিতীয় দিনের মতো পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।