আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পাবনার সাঁথিয়ায় প্রথম করোনা ভাইরাস শনাক্ত : পুরো গ্রাম লকডাউন

পাবনার সাঁথিয়ায় প্রথম করোনা ভাইরাস শনাক্ত : পুরো গ্রাম লকডাউন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২০ , ৭:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


পাবনা (সাঁথিয়া) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় একজন শ্রমিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় উপজেলার আতাইকুলা থানার চৈত্রহাটী গ্রাম লকডাউন করেছে প্রশাসন। জানা যায়, চৈত্রহাটী গ্রামের একজন শ্রমিক ফরিদপুর জেলায় ইটভাটার কাজ করতেন। তিনি বাড়িতে আসার পর অসুস্থবোধ করলে গত ২৭ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এ সংবাদে রাতেই উপজেলা প্রশাসন বাড়িটিসহ সম্পূর্ণ গ্রাম লকডাউন ঘোষণা করে। দুই শ্রমিকের নমুনা সংগ্রহ করলেও একজনের ফলাফল নেগেটিভ আসে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জানান, পুরো গ্রাম লকডাউন ঘোষণা করেছি। ওই গ্রাম থেকে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বের হতে ও প্রবেশ করতে পারবে না। গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকরা পাহাড়ায় থাকবেন। পুলিশ ও সেনাবাহিনী প্রতি দিন টহল দেবে। শ্রমিকের পরিবারকে আমরা শুকনা খাবার সরবরাহ করেছি। বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের সকলকেই ত্রাণ সরবরাহ করা হবে।